সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের পুনর্মিলনী ও অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: October 26, 2022 |

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের ৭ম কোর পুনর্মিলনী এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (২৬ অক্টোবর ২২) গাজীপুরে রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অর্ডন্যান্স কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং অর্ডন্যান্স কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান ।
পরে, সেনাবাহিনী প্রধান অর্ডন্যান্স মিউজিয়াম কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি; মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, এসইউপি, এসপিপি, এএফডবিøউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিষ্টিকস এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি; কমান্ড্যান্ট বিপসট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডবিউসি, এএফডবিøউসি, পিএসসি, জি এবং সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি’ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সম্মানিত সেনাপ্রধানের উপস্থিতিতে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রভায় বক্তা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর