ইবিতে জাতীয় জেলহত্যা দিবস পালিত

আপডেট: November 3, 2022 |
5
print news

মোস্তাক মোর্শেদ ইমন, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রদ্ধাভরে পালিত হয়েছে জাতীয় জেলহত্যা দিবস।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে জাতীয় চার নেতার স্মরণে ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বেলা ১২ টায় ইবি শাখা ছাত্রলীগের টেন্ট এলাকা থেকে শোকর‍্যালী বের করে দলটির নেতাকর্মীরা। পরবর্তীতে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তন্ময় সাহা টনি, কামরুল হাসান অনিক, মৃদুল হাসান রাব্বি, নাইমুর রহমান জয়, বনি আমিন, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ  ছাত্রলীগ নেতা বিপুল হুসাইন খান, শাহজালাল সোহাগ, শাহীন আলম, মেজবাহ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর