রোববার থেকে আগের সূচিতে ফিরছেন উচ্চ আদালত

আপডেট: November 12, 2022 |
print news

আগামী ১৩ নভেম্বর রোববার থেকে আগের সময়সূচি অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারকাজ পরিচালিত হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোবরার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে।

দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিসও আগের সময়সূচি অনুযায়ী চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর