ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আপডেট: December 10, 2022 |
print news

ইবি প্রতিনিধি: ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার’ প্রতিপাদ্য কে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানবাধিকার ঘোষণা পত্রের প্লাটিনাম জুবলি ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল’ এ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ-এর আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালির অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি মীর মশাররফ হোসেন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুরালে এসে সমবেত হয়।

র‍্যালি শেষে মানবতার মুক্তি ও শান্তি প্রতীক হিসেবে সাদা পায়ড়া উড়ানো হয়। পরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুরালের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে গত ১৪-১৫ বছর ধরে মানবাধিকার চর্চা হয়েছে এবং তা বিকাশের ধারা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা মানুষ হতে এসেছি। আচার-আচরণ, বাচনভঙ্গি ও দৃষ্টিভঙ্গির মধ্যমে সঠিক মানুষ হতে হবে। তিনি বলেন, আমরা একে অপরকে সহযোগিতা করব, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখব, এই হোক আজকের দিনে আমাদের প্রত্যয়।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সহকারী অধ্যাপক বিলাসী সাহা।

Share Now

এই বিভাগের আরও খবর