বাউল গান পরিবেশনার মধ্য দিয়ে শিল্পকলায় শেষ হলো সেমিনার

আপডেট: December 10, 2022 |
print news

বাউল গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনীর ‘হোম এন্ড ডিসপ্লেসমেন্ট’ বিষয়ক দুই দিনের সেমিনার।

১০ ডিসেম্বর জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে লেখক অধ্যাপক নাজমা খান মজলিশ এর বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় সেমিনার। আলোচক ছিলেন স্থপতি সাইফ উল হক। বেলা দুইটায় লেখক ড. আজহার আহমেদ এর বক্তব্যের মধ্যদিয়ে ২য় পর্বের শুরু হয়। ২য় পর্বে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সমসদ মর্তুজা। বেলা সাড়ে ৩টায় লেখক ও শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে দুই দিনব্যাপী সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

সেমিনার শেষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে পরিবেশিত হয় বাউল গানের আসর।
সমবেত সঙ্গীতের পাশাপাশি বাউল আসরে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা-চন্দনা মুজমদার, টুন টুন ফকির, নয়ন সাধু, বাউল গরিব মুক্তার, লতিফ শাহ, এম আর মানিক, ডলি মন্ডল, এলিজা পুতুল, এলিজা পুতুল অর্ধশত বাউল শিল্পী।

“এই মানুষে সেই মানুষ আছে কত মুনি ঋষি চার যুগ ধরে বেড়াচ্ছে খুঁজে।” মানবদেহ, মানবজীবন ও পরমাত্মা সম্পর্কিত নানা ধ্যান-ধারণার মধ্যেই বাউলের আত্মদর্শন, জীবনদর্শন ও আধ্যাত্মদর্শনের পরিচয় আছে, আর এখানেই হৃদয়ধর্ম তথা মানবধর্ম বা
মানবতাবাদের ভিত্তি নিহিত থাকে। বাংলার আনাচে কানাচে লোকসাহিত্যের যত উপাদান ছড়িয়ে আছে তার মধ্যে বাউল গান অন্যতম। বাঙ্গালির হাজার বছরের সংস্কৃতির স্বরুপ আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরতে এবারের ১৯তম এশীয় চারুকলা প্রদশনী-২০২২ এর ৩য় দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ছিলো বাউল গানের আসর ।

দেশের লোক ঐতিহ্যের এ সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শতাধিক চারু শিল্পীরা। উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর ১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১১৪ দেশের অংশগ্রহণে মাসব্যাপী নানা আয়োজনের এ চারুকলা প্রদশর্নী চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। আগামিকালকের আয়োজনে থাকছে বিদেশি শিল্পীদের নিয়ে নৌবিহার।

৯ ডিসেম্বর সকাল ১১টায় ‘হোম এন্ড ডিসপ্লেসমেন্ট’ বিষয়ক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী মোস্তফা জামান। সেমিনারে আলোচক ছিলেন শিল্পী লুাভা নাহিদ চৌধুরী এবং শিল্প সমালোচক মঈনুদ্দিন খালিদ। বেলা ২টায় অধ্যাপক নজরুল ইসলামের প্রারম্ভিক বক্তব্যের মধ্যদিয়ে ২য় পর্বের আলোচনা শুরু হয়। সেমিনারে সভাপতিত্ব করেন লেখক ও শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর