বানারীপাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হতে চায় খলিলুর

আপডেট: December 15, 2022 |
print news

শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রায় ২ যুগ পরে আসন্ন ১৭ ই ডিসেম্বর হতে যাচ্ছে শ্রমিক লীগের সম্মেলন উক্ত সম্মেলনে মুজিব আর্দশের নিবেদিত প্রাণ খলিলুর রহমান বালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদ পেতে চান।

তিনি ১৯৯১ সালে যখন বানারীপাড়া-স্বরুপকাঠী আসন থেকে বঙ্গবন্ধু’র বিশ্বস্ত সহচর আমির হোসেন আমু নমিনেশন পাওয়ার পায় তখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের হাতে খড়ি দিয়ে রাজনীতি শুরু করে ছাত্র রাজনীতি করে পরে যুবলীগ করে বিভিন্ন মামলা হামলার শিকার হন,পরে তিনি উপজেলা শ্রমিক লীগের দীর্ঘ ১৫ বছর সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ আওয়ামী রাজনীতি সাথে নিজেকে জড়িয়ে বঙ্গবন্ধু আর্দশের সাথে থেকে নিজেকে প্রমান দিয়েছেন বিশ্বস্ত কর্মী হিসেবে।

১৯৯১- থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াতের মামলা হামলা নির্যাতন সহ্য করেও টিকে আছেন আওয়ামী রাজনীতির সাথে কখনো দলের সাথে বেঈমানি করেননি তিনি।

খলিলুর রহমান বালী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জামায়াত-শিবিরের সঙ্গে রাজনৈতিক সংঘর্ষ চলাকালীন জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত রাজপথে থেকে মোকাবেলা করেছি।
২০০১ একের পরে বিএনপি জামায়াতের রোসানলে ১৩ টি মামলার আসামী হয়েছি এবং তৎকালীন সময়ে বিএনপি জামায়াতের মারফিট সহ্য করতে না পেরে ঢাকায় অবস্থান করে,ঢাকায় থাকাকালীন জামায়াত বিএনপির নৈরাজ্যে প্রতিহত করতে প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি।

Share Now

এই বিভাগের আরও খবর