কমতে পারে রাতের তাপমাত্রা

আপডেট: December 15, 2022 |
print news

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করেছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের বেশ কিছু স্থানে রাতের তাপমাত্রা কমে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। আগামী দুই দিনে রাতের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, দেশের বিভিন্ন স্থানে হিমেল হাওয়া বইছে। এ কারণে রাতের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। দিনের তাপমাত্রাও হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পরবর্তী কিছু দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটবে। এরপর আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে।

এদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। এই জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি এবং চলতি মাসে দুটি মৃদু শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে।

দিনাজপুরে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Share Now

এই বিভাগের আরও খবর