সিলেট জেলা প্রেসক্লাবের ভোটযুদ্ধে ২৯ প্রার্থী

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি: ২০২৩-২০২৪ সনের সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেল সহ ২৯ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। ৩১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে দুটি প্যানেলের ২৬ জনসহ ২৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে মনোনয়নপত্র বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের দিনে যদি কেউ প্রত্যাহার না করেন তবে সবাই লড়বেন ভোটযুদ্ধে।
ফরিদী-দেবু প্যানেল
সভাপতি পদে প্রার্থী হয়েছেন লিয়াকত শাহ ফরিদী। বাকি প্রার্থীদের মধ্যে রয়েছেন- সহসভাপতি (প্রথম) পদে মুকিত রহমানী, সাধারণ সম্পাদক পদে দেবাশীষ দেবু, সহসাধারণ সম্পাদক পদে মো আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ পদে সাদিকুর রহমান সাকী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. একরাম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে রায়হান উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে মো. আবু বক্কর, দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান রনি এবং নির্বাহী সদস্য পদে এ এইচ আরিফ, মাহমুদ হোসেন ও মো. ছয়ফুল আলম অপু।
হাসিনা-নবেল প্যানেল
সভাপতি প্রার্থী হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। বাকি প্রার্থীদের মধ্যে রয়েছেন- সহসভাপতি (প্রথম) পদে মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) পদে সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক পদে শাহ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক পদে রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মিঠু দাস জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুলতান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. এনামুল কবীর, পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ এবং নির্বাহী সদস্য পদে মো. শাহীন আহমদ মো. আনোয়ার হোসেন।
এদিকে, প্যানেল ছাড়া সহসভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ, সহসভাপতি (দ্বিতীয়) পদে সজল ঘোষ ও সদস্য পদে রনজিৎ কুমার সিংহ প্রার্থী হয়েছেন।