দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট: January 15, 2023 |

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। শনিবার রাত ৯টার পর কুয়াশার কারণে নদীতে ফেরি চলাচলের জন্য ব্যবহৃত মার্কিন বাতি দেখা বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনা এড়াতে সাড়ে ৯টা থেকে ফেরি বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এসময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা বেশি হলে তখন ফেরির চালকরা নদীতে নৌ চ্যানেল দেখতে পারেন না।

ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি বন্ধ রাখা হয়। প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু পারের অপেক্ষায় যানবাহন রয়েছে। পর্যাপ্ত ফেরি থাকার কারণে দ্রুতই পার হয়ে যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর