জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি, সাংবাদিক ‘হেনস্তা’

আপডেট: January 22, 2023 |

মো. আরিফ হোসাইন, জবি প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের দলে ভেড়ানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক হেনস্তা শিকার হয়েছেন।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন ও সভাপতি মো. ইব্রাহীম ফরাজির অনুসারী ইমরুল নিয়াজের মধ্যে এক নবীন শিক্ষার্থীকে নিয়ে হাতাহাতি হয়। তখন দুই গ্রুপের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিক রিদুয়ান ইসলাম ঘটনার ভিডিও ধারণের সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম ও ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানিম ফারহান ধাক্কা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং হেনস্তা করে।

ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ান ইসলাম বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালনের সময় শাহিন আলম ও তানিম ফারহান আমাকে এসে ধাক্কা দেয়। হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধাক্কা দিতে থাকে।’

এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘এটা তেমন কোনো ঝামেলা না। যার সাথে এমন ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে তাকে সহ আমার সাথে দেখা করো।’

সভাপতি মো. ইব্রাহীম ফরাজি বলেন, ‘আমি ঘটনার সময় সেখানে ছিলাম। সাংবাদিককে চিনতে পারেনি সেজন্য ভিডিও করার সময় এমন ঘটনা ঘটেছে। আমি সাথে সাথেই সবাইকে সতর্ক করে দিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্যও নির্দেশনা দেয়া হয়েছে। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সবসময়ই কর্মীদের নির্দেশনা দিয়ে থাকি।’

এর আগে গতবছরের ৪ ডিসেম্বর শাখা ছাত্রলীগ কর্তৃক বিএনপি নেতা ইশরাক হোসাইন এর ওপর হামলার ঘটনার সময়ও পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের ওপর হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর