নাটোরে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ করলেন হাজারো দর্শক

আপডেট: January 24, 2023 |
inbound8460625559153754753
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে গাইবান্ধা মহিলা ফুটবল একাদশ ৫-০ গোলে সিংড়া মহিলা ফুটবল একাদশ দলকে পরাজিত করে বিজয়ী হয়।

আগে বিলদহর খেলার মাঠটি খেলার অনুপযোগী ছিলো। ২০১৭, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টার প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে মাটি ভরট করে, মাঠটি খেলার উপযোগী করেন।

প্রতিমন্ত্রী নিয়মিত খেলাধুলার জন্য ফুটবল,ভলিবল,ক্রিকেট সেট, জার্সি ও সেচ্ছাসেবক দের গেঞ্জি প্রদান করেন।

চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান স্বপন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: আ: মমিন মন্ডল, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন,চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল,সাধারণ সম্পাদক- হাসান আলী জনি,ফাইম,টুটুল প্রমুখ।

বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচের আয়োজন করেছিলো বিলদহর বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘তাসকিন ফার্মেসী।

’খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর