ঝালকাঠিতে চার শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ

আপডেট: January 28, 2023 |
inbound1287750815276678273
print news

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ৪ শতাধিক পরিবারকে কম্বল বিতরণ করেছে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট এস.এম. রুহুল আমীন রিজভী।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলার ঘাট শ্রমিক, মাঝি, ড্রাইভার শ্রমিক, পৌরসভার ২নং ওয়ার্ড ৩নং ওয়ার্ড ও সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।

এরআগে গত ২৩ জানুয়ারি সাড়ে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসী ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতার্ত লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বিষয়ে এ্যাডভোকেট রুহুল আমীন রিজভী বলেন, শীতে কোনো পরিবার যেন শীতের কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি।

আমার সাধ্য অনুযায়ী এর আগে এতিমখানা ও শীতার্ত পরিবারের মধ্যে সাড়ে তিন শতাধিক কম্বল বিতরণ করেছি।

আজকে পৌরসভার চার শতাধিক পরিবারকে কম্বল দিয়েছি। আমি অসহায়দের পাশে অতীতেও ছিলাম ভবিষ্যতেও থাকবো।

Share Now

এই বিভাগের আরও খবর