বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

আপডেট: February 12, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে আব্দুল মজিদ(৫৫) নামের এক ব্যক্তি ঘটনা স্হলেই নিহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের কাটা পড়ে নিহত আব্দুল মজিদ বগুড়ার শেরপুর উপজেলাধীন ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি পরিবারসহ বগুড়া শহরের রহমান নগর এলাকায় থাকতেন।

এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম।

উপ-পরিদর্শক এসআই আমিনুল ইসলাম জানান,রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের সাথে ধাক্কায় আব্দুল মজিদ নিহত হন।

পরে খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনা স্হলে থেকে মজিদের মরদেহ উদ্ধার কর হয়। ময়নাতদন্তের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন,মজিদ আগে বাসের ড্রাইভার ছিলেন।ছয় বছর ধরে তার কোনো কাজ নেই।তিনি ভবঘুরের মত বিভিন্ন স্হানে ঘুরে বেড়াতেন।

এমন কি মানসিক রোগেও ভুগছিলেন তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর