বাগেরহাটে ৯ মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট: February 19, 2023 |
aaaj
print news
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অস্ত্র মামলাসহ ৯ মামলার আসামী মোঃ নয়ন কাজী (৪০) এবার অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাগেরহাট ডিবি পুলিশ। গ্রেপ্তার নয়ন কাজী বাগেরহাটের মুক্ষাইট এলাকার  মোঃ আব্দুল মজিদ কাজী ছেলে।
 বাগেরহাট মিডিয়া সেলের ইন্সপেক্টর এস এম আশরাফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টা দিকে মুক্ষাইট এলাকায় নয়ন কাজীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নয়নের জিম্মায় থাকা ১টি অস্ পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ধৃত নয়ন কাজীর বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন,  চুরি ও অস্ত্র মামলা সহ নয়টি মামলা চলমান বলেও জানান এ কর্মকর্তা। তার বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন।
Share Now

এই বিভাগের আরও খবর