নাটোরে একুশের বইমেলার শুভ উদ্বোধন

আপডেট: February 21, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে ছয়দিন ব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল স্থানীয় কানাইখালী ষ্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্নাা আহমেদ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম , শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ। মেলায় প্রায় ৪০টি বুকস্টল রয়েছে। প্রতিদিন বিকেলে মেলায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। জেলা প্রশাসন আয়োজিত মেলাতে শিশুদের জন্যে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। ভ্রাম্যমান ট্রাকে একুশের গান এবং পথ নাটক পরিবেশন করা হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত ও প্রার্থনা করা হয়।দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং সরকারী গণগ্রন্থাগার শিশুদের জন্যে রচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।

Share Now

এই বিভাগের আরও খবর