ঢাকায় সৌরভ গাঙ্গুলী

আপডেট: February 23, 2023 |
Boishakhinews24.net 200
print news

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলী এখন ঢাকায়। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। ফ্লাইট জটিলতায় দেরি হয়েছে।

সৌরভ গাঙ্গুলি বিকেল পৌনে ৪টায় মেয়র কাপ উদ্বোধনের ভেন্যু হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে। সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে প্রতিযোগিতার বড় চমক বলেই দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী সঙ্গে ঢাকায় এসেছেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী। তবে দুদিনের ঝাটিকা সফরে শেষে শুক্রবার রাতেই কলকাতায় ফিরে যাবেন সৌরভ।

Share Now

এই বিভাগের আরও খবর