মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে মারণ ক্যানসার, তড়িঘড়ি হল অস্ত্রোপচার

আপডেট: March 4, 2023 |

ক্যানসারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর। খবর রয়টার্সের।

ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতিই তার অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউসের তরফে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের ফিজিশিয়ান কেভিন ওকনার জানান, ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাই়ডেনের। তার বুকের চামড়ার একটি অংশ বাদ দেয়া হয়েছে। কারণ ওই অংশে বাসা বেঁধেছিল ‘বাসাল সেল কার্সিনোমা’, যা এক ধরনের ত্বকের ক্যানসার।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করে ওই অংশটি বাদ দেয়ায় বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। তার আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

হোয়াইট হাউসের তরফে প্রকাশিত একটি চিঠিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যানসার ধরা পড়তেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। অস্ত্রোপচারে সমস্ত ক্যানসার টিস্যু বাদ দিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তার ওই অস্ত্রোপচারের ক্ষতস্থান সম্পূর্ণ সেরে উঠেছে। আপাতত ডার্মাটোলজিস্টদের কড়া তত্বাবধানে থাকবেন বাইডেন।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, প্রেসিডেন্টের বুক থেকে ত্বকের একটি ছোট অংশ বাদ দেয়া হয়েছে এবং তা বায়োপসির জন্য পাঠানো হয়েছে। ক্যানসার শরীরে খুব বেশি ছড়িয়ে পড়েনি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। গত ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের পর বাইডেনকে ‘ফিট সার্টিফিকেট’ দেয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যানসারের সবচেয়ে পরিচিত দুটি রূপ বেসাল এবং স্কোয়ামাস সেল কারসিনোমা।

স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য বলছে, প্রতি বছর ৩৬ লাখ মার্কিন নাগরিকদের দেহে এ ধরনের ক্যানসার শনাক্ত হয়। এটি ধীর গতিতে বাড়ে, নিরাময়যোগ্য এবং প্রাথমিকভাবে চিকিত্সায় বড় ক্ষতি আটকানো সম্ভব। তবে এর কারণে ত্বকের বিকৃতি এবং চিকিৎসা ব্যয়বহুল হতে পারে বলে জানিয়েছে সিডিসি।

বিবিসির খবর অনুসারে, প্রেসিডেন্ট হওয়ার আগেও বাইডেনের শরীর থেকে একাধিক নন-মেলানোমা স্কিন ক্যানসার অপসারণ করা হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বয়স্ক প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। ৮০ বছরের এই ডেমোক্রাটিক নেতার স্বাস্থ্য নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। এরমধ্যেই এবার জানা গেল, ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে, আগামী ২০২৪ সালে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সামিল হতে পারেন জো বাইডেন। এখনও অবধি বাইডেন নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা না করলেও, সম্প্রতিই তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন জানিয়েছিলেন, দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্টের লড়াইয়ে প্রার্থী হতে প্রস্তুত বাইডেন।

Share Now

এই বিভাগের আরও খবর