‘মিস ওয়ার্ল্ড’র ফাইনাল থেকে বাদ পড়লেন ঐশী
আপডেট: December 8, 2018
|
মিস ওয়ার্ল্ড ২০১৮’র ফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশি কণ্যা জান্নাতুল ফেরদৌস ঐশী। শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সেরা ত্রিশ থেকে সেরা বারো নির্বাচন করা হলে বাদ পড়েন ঐশী।তবে ভোটে তিনি এগিয়ে ছিলেন। তার ভোট পয়েন্ট ৯.৭৭।
এবারই প্রথম বাংলাদেশের কোনও প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’-এ সেরা ত্রিশ নির্বাচিত হয়ে ফাইনালের মঞ্চে উঠেন। বাংলাদেশ ছাড়াও বাদ পড়েছে গতবারের বিজয়ী দেশ ভারতও। এরই মধ্যে মহাদেশ ভিত্তিক মিস ওয়ার্ল্ড এর নাম ঘোষণা করা হয়েছে। রাতেই জানা যাবে এবারের বিশ্ব সুন্দরীর নাম।