ঝিনাইদহে হাতবোমাসহ শিবিরের নেতা আটক
আপডেট: December 9, 2018
|
ঝিনাইদহ শহরের ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে ৫টি হাতবোমাসহ সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন (২৬) আটক করেছে বলে পুলিশ দাবি করেছে। রবিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদ হোসেন সদর উপজেলার হরিপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সদর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরিদ হোসেন বোমা নিয়ে ডায়াবেটিস হাসপাতাল এলাকায় অবস্থান করছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।