লালপুরে অবৈধ পুকুর খননে লাখ টাকা জরিমানা

আপডেট: April 10, 2023 |
Boishakhinews24.net 148
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে শরিফুল ইসলাম ও সুমন নামের দুই ব্যক্তিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শরিফুল ইসলাম কলসনগর গ্রামের বাসিন্দ ও সুমন বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দ।

লালপুর উপজেলার চকনাজিরপুর ও দূর্গাপুর এলাকায় পৃথক ভাবে অভিযান চালিয়ে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেবাশীষ বসাক।

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর খনন করে মাটি বিক্রয় হচ্ছে এমণ সংবাদের ভিত্তিতে চকনাজিরপুর ও দূর্গাপুর এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় শরিফুল ইসলামকে ৬০ হাজার ও সুমন ৫০ হাজার টাকা মোট এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমিতে পুকুর বন্ধে আগামীতেও এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্ত।

Share Now

এই বিভাগের আরও খবর