জবি প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি সুবর্ণ, সম্পাদক সৌদিপ

আপডেট: May 11, 2023 |
jobi
print news

মোঃ আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুবর্ণ আসসাইফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বাংলা প্রতিবেদক মেহেরাবুল ইসলাম সৌদিপ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি ঢাকা প্রকাশের মুজাহিদ বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ইউছুব ওসমান ও সাংগঠনিক সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের আহনাফ তাহমিদ ফাইয়াজ নির্বাচিত হয়েছেন।

এছাড়া দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইজিং বিডির মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক পদে চ্যানেল আই অনলাইনের রিদুয়ান ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের শেখ শাহরিয়ার হোসেন ও সারাবাংলা ডটনেটের আবু সুফিয়ান সরকার শুভ নির্বাচিত হয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর