ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

আপডেট: May 12, 2023 |

সুপ্রিম কোর্টের নির্দেশে ইসলামাবাদের হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এই আদালতে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন।

শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খান আইএইচসি-তে পৌঁছান।

আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরের আদেশ দেন সেদেশের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলেছেন।

আজ আদালতে হাজির হওয়ার পর ইমরানকে তার বায়োমেট্রিকের জন্য নিয়ে যাওয়া হয়। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি করবেন।

এদিকে আইএইচসি-তে পিটিআই প্রধানের শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে পাকিস্তান পুলিশ।

সূত্র: ডন

Share Now

এই বিভাগের আরও খবর