জয়পুরহাটে পোল্ট্রি ফিডমিল মালিকদের সাথে জেলা প্রশাসকের বিশেষ সভা

আপডেট: May 17, 2023 |

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে পোল্ট্রি ফিড মালিকদের সাথে জেলা প্রশাসকের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সন্মেন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান,সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আহসান কবির এ্যাপ্লব, পদ্মা ফিড এন্ড চিকস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট্য ব্যবসায়ী সিআইপি আনোয়ারুল হক আনু, শেফালি পোল্ট্রি ফিডের মালিক সাইফুল ইসলাম আলম, পুরবী এগ্রোর চেয়ারম্যান মাহমুদুল হক, হক ফিডের চেয়ারম্যান একরামুল হকসহ বিভিন্ন ফিডমিলের মালিকগণ।

সভায় পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ফিডের গুনগত মান বজায় ও দাম সহনীয় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ব্যবসায়ী নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে ফিডের কাঁচামালের দাম বৃদ্ধি, ডলার সংকটে আমদানি খরচ বাড়ায় ফিডের উৎপাদন খরচ বেড়েছে।

ফিডের উৎপাদন খরচ না কমলে দাম কমানোও সম্ভব না তথাপি ফিডমিল মালিকরা লোকসান দিয়ে খাদ্য বিক্রি করছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর