খুলনা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

আপডেট: May 26, 2023 |

খুলনা সিটি কপোরেশনের নির্বাচন আগামী ১২ জুন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শুক্রবার, ২৬ মে, ২০২৩
×
হোম
বাংলাদেশ
আজ খুলনা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০৫:৫১

facebook sharing buttontwitter sharing buttonmessenger sharing buttonemail sharing buttonsharethis sharing button

খুলনা সিটি কপোরেশন

খুলনা সিটি কপোরেশনের নির্বাচন আগামী ১২ জুন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

|আরো খবর
কেসিসি নির্বাচনে ৭ মেয়রপ্রার্থীসহ ১৯৫ জনের মনোনয়ন জমা
গাসিক নির্বাচনে প্রতীক পেলেন মেয়রপ্রার্থীরা
কুসিক নির্বাচন: ভোট দিয়েছেন তিন মেয়রপ্রার্থী
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধু ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেন।

এছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, এবারের সিটি নির্বাচনে ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

Share Now

এই বিভাগের আরও খবর