ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭ মামলার আসামি গ্রেফতার

আপডেট: May 29, 2023 |
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামে 7 মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু হাওলাদার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেলে পুলিশ অভিযান চালিয়ে আসামি পিঞ্জুকে গ্রেফতার করেছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়নের অভিযোগে দুইটি মামলাসহ মারধর, চুরি ও অঙ্গহানীর অভিযোগে এ পর্যন্ত মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেফতার পিঞ্জুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর