বগুড়ার শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট: June 18, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সদ্য জাতীয়করণকৃত রাবেয়া আর্জিনা হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

১৮জুন(রোববার) এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশী তদন্ত চলছিল।

স্থানীয়রা জানান, শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া আর্জিনা হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম গত বৃহস্পতিবার বিকালে প্রাইভেট পড়ানোর সময় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে রবিবার স্কুল খোলার পর থেকে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা অভিযোগ করা হয়েছে।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, অভিযোগটির তদন্ত করা হচ্ছে। শান্তিশৃংখলার স্বার্থে আমরা ঘটনাস্থলে এসেছি।

শেরপুর উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ আশাপ্রদ নয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর