মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

আপডেট: July 5, 2023 |
inbound6647497352416007275
print news

মেট্রোরেল চলাচলের সময় আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী ৮ জুলাই রাত থেকে প্রাথমিকভাবে এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, আগামী শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

ট্রেন দুটি প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। তবে এ দুটি মেট্রো ট্রেনে সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

শুধুমাত্র এমআরটি পাস বা র‌্যপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করেন।

এর মধ্যদিয়ে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয়। ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয় এটি।

শুরুতে শুধু উত্তরা উত্তর (দিয়াবাড়ি) এবং আগারগাঁও এ দুটি স্টেশনে ট্রেন থামত। তবে অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিল পথে ছুটবে ট্রেন।

ঢাকা মেট্রোরেল হলো ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা।

২০১২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রোরেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়।

Share Now

এই বিভাগের আরও খবর