টাক পড়া রোধ করবেন যেভাবে

আপডেট: January 15, 2019 |
print news

অল্প বয়সেই অনেকের মাথায় টাক পড়ে যায়। বিভিন্ন কারণে  এটা হতে পারে। তবে এসব কারণের মধ্যে অন্যতম হলো মানসিক অবসাদ ও পুষ্টির ঘাটতি। এছাড়া নিয়মিত যত্নের অভাবেও চুল তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ঝরে যেতে থাকে।

টাক রোধে ঘরে তৈরি তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল পড়াকে প্রতিরোধ করে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে।

যেভাবে টাক প্রতিরোধ করবেন

একটি বাটিতে ১/৩ কাপ নারকেল তেল, ১/৩ কাপ ক্যাস্টর অয়েল ও ১/৩ কাপ মেথির তেল নিন।

তেলের মিশ্রণ ভালো করে নেড়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপে চুল ঢেকে অপেক্ষা করুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন।

ক্যাস্টর অয়েল চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। ফলে টাক পড়ে না সহজে। চুলে ঝলমলে ভাব নিয়ে আসতেও এটি কার্যকর।

অন্যদিকে মেথির তেল চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় ও চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে। নারকেল তেল চুল ময়েশ্চারাইজ করে ও ঝলমলে ভাব নিয়ে আসে।

Share Now

এই বিভাগের আরও খবর