সান্তাহারে ট্রেনে কাটা পড়ে দু’দিনে দুই যুবক নিহত

আপডেট: July 9, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’দিনে দুই যুবকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (০৮ জুলাই) দুপুরে এসব ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেল ১১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি মালবাহী ট্রেন ছাতিয়সনগ্রাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয়(৪০) এক যুবক ওই চলন্ত ট্রেন থেকে পড়ে যান।

তিনি জীবিত রয়েছেন ভেবে জাতীয় পরিসেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে দ্রুত অ্যাম্বুলেন্স এসে তাকে আদমদিঘী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিহত যুবকের পরনে শাট ও লিঙ্গ ছিল।

অপর দিকে শুক্রবার(৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেন সান্তাহার থানাধীন আক্কেলপুর মহিলা কলেজের নিকট পৌঁছিলে রেলক্রসিং সংলগ্ন এলাকায় কাটা পড়েন বাবলু(২০) নামের এক যুবক।তিনি রেললাইনের ওপর বসে ছিলেন।

রেললাইনে ওপর বসে থাকা নিহত বাবলু মিয়া আক্কেলপুর উপজেলার জামালপুর এলাকার মন্টু মিয়া ছেলে বলে জানান রেলবসিংয়ে দায়িত্বের গেটকিপার রুপা পারভীন।

তার ধারণা ছেলেটি নেশা জাতীয় কিছু সেবন করে সেখানে বসে ছিলেন। আর তাই সে ট্রেন আসার শব্দ পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তার হোসেন জানান,ঈদ স্পেশাল ট্রেনে কাটা পড়া যুবক বাবলু মিয়ার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর চলন্ত মালবাহী ট্রেন থেকে পড়ে নিহত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পৃথক দুটি ঘটনায় থানায় দুটি’ ইউতি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর