পিরোজপুরে দিনদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

আপডেট: July 14, 2023 |
inbound1333112092352593945
print news

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে একের পর এক বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে দিন দিন বেরেই চলছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা।

জেলার সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন না থাকায় বাড়ছে এর প্রাদুর্ভাব এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিভাগ।

জেলায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।

বৃহস্পতিবার নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন রোগী ৭ জন, জেলা হাসপাতালে ৩ জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫৩ জন।

গত ৬ মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৭২ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১১৯ জন।

ভর্তি রোগীর অধিকাংশই ঢাকা, চট্টগ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে আসছেন। জেলার সবচেয়ে বেশি আক্রান্তের শিকার নেছারাবাদ উপজেলা। নেছারাবাদে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন।

আর গত বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিল ৫৩৭ জন।

সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, জেলায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

এখানে নার্সারির ও বিভিন্ন গাছের চারার গোড়ায় পানি জমে থেকে এডিস মশার জন্ম হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Share Now

এই বিভাগের আরও খবর