ঝালকাঠির রাজাপুরে কান ও পায়ের রগ কাটার ঘটনায় মামলা

আপডেট: July 14, 2023 |
inbound3375089545322432208
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে কান ও পায়ের রগ কাটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী মো. মজিবুর রহমান হাওলাদার (৬০) বাদী হয়ে তিনজন অজ্ঞাত সহ সাত জনকে আসামি করে বুধবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।

মজিবুর রহমান হাওলাদার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতলা এলাকার মৃত পবন আলী হাওলাদারের ছেলে।

মামলার এজাহারে আসামিরা হলো ভূক্তভোগী মজিবুর রহমান হাওলাদারের ছোট ভাই মো. হাবিবুর রহমান হাওলাদার (৫০), হাবিবুর রহমান হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম (৪৫) ও তার দুই মেয়ে মরিয়ম বেগম (২৭), সুমা আক্তার (১৯)।

মামলা থেকে জানাগেছে, গত ১০ জুলাই বিকাল ৫ টার দিকে মজিবুর রহমানের পালিত হাঁস তার আপন ছোট ভাই হাবিবুর রহমানের বীজতলা নষ্ট করাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে মজিবুর রহমানের মাথায় ধারালো দাও দিয়ে কোপ দেয়। ঐ কোপ মজিবুর রহমানের বাম কানে লেগে পুরো কান কেটে পরে যায়।

এ সময় হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা বেগমও মজিবুর রহমানের ডান পায়ে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।

মজিবুরের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তার করতে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর