বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

আপডেট: July 19, 2023 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে জেলার শেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটস ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ ১০৪ জনকে ক্রেষ্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রর্যায়ে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক,শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ,শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছে জয়পুরহাট সরকারি কলেজ।

এছাড়াও একক আবৃত্তি, একক অভিনয়,একক নৃত্য, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, লোক সংগীত সহ শ্রেষ্ঠ বিএনসিসি,শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছে জয়পুরহাট সরকারি কলেজের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থী বৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর