মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

আপডেট: July 25, 2023 |
inbound2000824008991367082
print news

আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামির নেতৃত্বের ভার পাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সোমবার মায়ামির কোচ তাতা মার্তিনো মেসিকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে মেসি যোগ দেন কিছুদিন আগে। গত বোরবার অভিষেক হয় তার। এই ম্যাচ দারুণ এক ফ্রি-কিক গোল দিয়ে রাঙান তিনি। মেক্সিকোর ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে সেই ম্যাচটিতেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এদিকে মায়ায়মির আগের অধিনায়ক গ্রেগর পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন লম্বা সময়ের জন্য। এমতাবস্থায় নেতৃত্বের ভার কার ওপর পড়বে? এমন প্রশ্নে ক্লাবটির কোচ জানিয়ে দিলেন, মেসিই থাকছেন, তিনিই থাকবেন।

মঙ্গলবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লিগস কাপের নকআউট পর্বে ওঠার লক্ষ্যে আতালান্তা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

তাতা মার্তিনো বলেন, ওই দিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর