গাজীপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে যুবলীগের দোয়া মাহফিল

আপডেট: August 8, 2023 |
inbound3387132062050954009
print news

মাছুদ পারভেজ গাজীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল লড়াই-সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর যুবলীগ।

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে ৮আগষ্ট মঙ্গলবার দুপুরে মহানগরীরচান্দনা চৌরাস্তা একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে দোয়া মাহফিল মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার পাপেল,১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির,১৪ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলামসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা প্রশাসক।
গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা:মোস্তারী কাদেরী,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম,মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ আবু তোরাম মোঃ শামছুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ জন দুস্থ ও অসহায় প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।

Share Now

এই বিভাগের আরও খবর