বগুড়ায় নিখোঁজের একদিন পর নদীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট: August 9, 2023 |
inbound7500567594622724094
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের গাংনই নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর শিহাব উদ্দিন বাবু(২১) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছ পুলিশ ও ডুবুরি টিম।

বুধবার (০৯ আগস্ট) বেলা ১১ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন ময়দাহাট্টা ও কিচক ইউনিয়ন ইউনিয়নের দো সিমানা পানিতলা ব্রিজ এলাকার গাংনই নদী থেকে কলেজ ছাত্র শিহাবের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন কলেজ ছাত্র শিহাব।নিহত শিহাব উদ্দিন বাবু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খোজা মিয়ার ছেলে ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের এইস এসসি পরীক্ষার্থী।

নিহত শিহারের চাচাতো বোন মরিয়ম আক্তার রুমি জানান,গত মঙ্গলবার দুপুর ২টার দিকে কয়েক জন বন্ধুর সাথে পানিতলা ঘাট ব্রিজ এলাকার গাংনই নদীতে গোসল করতে যায় শিহাব।

এসময় পানিতলা ঘাট ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকে। এর এরপর্যায়ে নদীর পানিতে তলে গেলে বন্ধুরা তাঁর সন্ধান পায়নি।

পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী ও রংপুর থেকেডুবুরির একটি টিম এসে কয়েক দফা অভিযান চালিয়ে শিহাবের কোনো সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান সমাপ্ত করে, আজ বুধবার আবারো তারা অভিযান চালিয়ে বেলা ১১ টার দিকে শিহাবের মরদেহ উদ্ধার করে।

রংপুর থেকে আসা ডুবুরি দলের অধিনায়ক কামরুজ্জামান সেলিম জানান,গতকাল মঙ্গলবার বিকাল থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত কয়েক দফা উদ্ধার অভিযান পরিচালনা করে ২০-২৫ ফুট পানির নিচে থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুর রউফ জানান, কজেল ছাত্র শিহাব গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে নিখোঁজ হয়।

আর তার লাশ উদ্ধার হয়েছে শিবগঞ্জ এলাকা থেকে। লাশ উদ্ধারের পর গোবিন্দগঞ্জের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর