জয়পুরহাটে জেলা জিয়া পরিষদ এর মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট: August 10, 2023 |
inbound6344571760024192801
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ফরমায়েশি সাজার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জিয়া পরিষদ।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জিয়া পরিষদ এর আহবায়ক অধ্যাপক আমিনুর রহমান বকুল এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান,সঞ্চালনা করেন জেলা জিয়া পরিষদ এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ছাত্র দলের কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদ এর সহ সভাপতি ও শহর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিজানুর রহমান, নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলী মোল্লা, মর্তবা আলী,কোষাধ্যক্ষ এনামুল হক, মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল, সিনিয়র সহ সভাপতি নাজমা খানম রুপালি,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান,সদর থানা ছাত্র দলের সদস্য সচিব রিপন হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের সাজা প্রত্যাহারের দাবি জানান এবং তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর