রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে জীবিত ফেরা হলো না যুবকের

আপডেট: August 26, 2023 |
pirojpur
print news

পিরোজপুর জেলার স্বরুপকাঠী(নেছারাবাদ) পেয়ারা বাগান থেকে শুভ মিস্ত্রী (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শুভ মিস্ত্রী পেশায় একজন শ্রমিক এবং ওই গ্রামের মৃত মধুসুদন মিস্ত্রীর ছেলে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, শুভ মিস্ত্রী গত সোমবার (২১ আগষ্ট) পরিবারের লোকজনের সাথে রাগারাগি করে বাড়ী থেকে বের হয়ে যায়।
তিন দিনেও শুভ বাড়ী ফিরছিলনা। পরে শুভ’র স্ত্রীও রাগ করে বাবার বাড়ী চলে যায়। অনেক খোঁজাখুজির পর স্বজনরা তার সন্ধান না পেয়ে শুভ মিস্ত্রীর মা কুসুমী মিস্ত্রী নিরুপায় হয়ে ছেলে নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরি করেন। নিখোঁজের ৬ দিন পর শনিবার সকালে প্রতিবেশি হরলাল মিস্ত্রীর পেয়ারা বাগানে সজল নামে এক ব্যাক্তি পেয়ারা পারতে গিয়ে শুভ’র ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে ঘটনাস্থলে এলাকাবাসী ছুটে আসে পরে পুলিশে খবর দেয় এলাকাবাসি খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ

স্বরুপকাঠী(নেছারাবাদ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর