গুরুদাসপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: September 2, 2023 |
inbound6480129925839692861
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বর্ণাঢ্য রেলি শেষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে নাটোরের গুরুদাসপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র বর্তমান বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে তার বাগান বাড়িতে শুক্রবার বাদ আসর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শামসুল হকের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।

অন্যদের মধ্যে বিএনপি নেতা ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম শরীফ, রোকসানা আক্তার লিপি, অঞ্জলি আফসারী, অ্যাডভোকেট শরিফুল ইসলাম ভোলা, আব্দুল প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now

এই বিভাগের আরও খবর