ফরিদপুরে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান

আপডেট: September 4, 2023 |

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের উদ্যোগে তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়।

আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সরকারী সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ কাজী মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ইউনেস্কো ক্লাব ফরিদপুর এর ন্যাশনাল কো -অর্ডিনেটর হাবিবুল হায়দার চৌধুরী, মহাসচিব মাহাবুব উদ্দিন চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনা করেন আসমাউল হুসনা
এ সময় সহ ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা ও যোগাযোগের ক্ষেত্রে নজীরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে।

এতে মানুষ দ্রুত তথ্য ও সংবাদ মিনিটের মধ্যে হাতের মোবাইলে পেয়ে যাচ্ছে।

ইউনেস্কো ক্লাবের পুরস্কার প্রদানের মাধ্যমে আগামীতে গণমাধ্যম কর্মীদের পেশার ক্ষেত্রে নিত্য-নূতন প্রতিবেদন তৈরিতে উৎসাহ যোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলায় কর্মরত ১১ জন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বকে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার -২০২৩ প্রদান করা হয়।

পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন দৈনিক কালের কন্ঠের প্রতিবেদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, বাংলাদেশ বেতারের ফরিদপুর সংবাদদাতা শফিকুল ইসলাম মনি, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ জাহিদ রিপন, দৈনিক ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস, চ্যানেল আই এর ফরিদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু ,দৈনিক সমকালের ব্যুরো চিফ হাসানুজ্জামান, গাজী টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান তরুণ, সময় টিভির জেলা প্রতিনিধি বিকে শিকদার সজল, এখন টিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান শিপন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল।

Share Now

এই বিভাগের আরও খবর