দ্বিপক্ষীয় বৈঠকে ল্যাভরভ-মোমেন

আপডেট: September 7, 2023 |
inbound156996014254048375
print news

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের বৈঠক শুরু হয়।

বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এছাড়া ঢাকা-মস্কো সম্পর্ক জোরদার, বাণিজ্য, বিনিয়োগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রোহিঙ্গা ইস্যু প্রভৃতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জাকার্তা থেকে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

একদিন অবস্থানের পর তিনি ঢাকা থেকে দিল্লি যাবেন।

Share Now

এই বিভাগের আরও খবর