গুরুদাসপুরে এমপি কুদ্দুসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: উত্তরজনপদের বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, ৬১.নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকা মরহুমের পরিবারবর্গের আয়োজনে তার চলন বিলের নিজ বাসভবন বালসাতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কুদ্দুস এমপির বড় ভাই সাবেক বৃহত্তর বিয়াঘাট ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলাহাজ শরিফুল ইসলাম রমজান, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট কোহেলি কুদ্দুস মুক্তি গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম সরকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন শোভন, খুজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলনসহ মরহুমের আত্মীয়-স্বজন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী সমর্থক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।