বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান বাইডেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: September 19, 2023 |
inbound9022817030681245657
print news

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচী নিয়ে ব্রিফিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়নে নেই বাংলাদেশ । সম্পর্ক আরও গভীর করতে চান প্রেসিডেন্টে জো বাইডেন।

তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে কমিউনিটি হেলথ কমপ্লেক্স তৈরি করেছেন। এগুলোর ফলে আমাদের দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

এরআগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে লন্ডনে পৌঁছায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফ্লাইটটি সকাল ১০টায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘সোনার তরী’ যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

Share Now

এই বিভাগের আরও খবর