নাটোরের স্থানীয় সরকার দিবস পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যে নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বের) জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি নাটোর সদর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশ সুপার নাটোর, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলা পরিষদ নাটোর, আলহাদ শরিফুল ইসলাম রমজান উপজেলা চেয়ারম্যান নাটোর সদর, উমা চৌধুরী জলি মেয়র নাটোর সদর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ উন্নয়নসহ দেশের উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরেন।