স্বাচিপের নেতৃত্বে আসতে চাওয়া রিংকুর মায়ের সম্পর্কে যা জানা গেল


রংপুর মহানগর বিএনপির মহিলা দলের সহসভাপতি মাহমুদা খাতুন ওরফে রানীর ছেলে ডাক্তার মনিরুজ্জামান রিংকু স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজ শাখার শীর্ষ নেতৃত্বে আসতে দৌড় ঝাপে এগিয়ে আছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
এরপর বিষয়টি নিয়ে রংপুর মেডিকেল কলেজে হৈচৈ পরে যায়।এতে বেশ প্রতিবাদ জানায় অনেক রাজনৈতিক নেতারা।
বিষয়টি আলোচনায় আসার পর অস্বীকার করেন ডা: সরকার মনিরুজ্জামান রিংকু।
এ বিষয়ে জানতে চাইলে সেই সময়ের বিএনপির জেলা মহিলা দলের সভাপতি শাহিদা রহমান জ্যোৎস্নার সাথে কথা বললে তিনি জানান, ডা: সরকার মনিরুজ্জামান রিংকুর মা আমাদের মাহমুদা খাতুন রানী আমাদের কমিটিতে ছিলেন। তিনি সেই সময় জেলা বিএনপি মহিলা দলের সহ-সভাপতি ছিলেন।এটি সত্য কথা।
এছাড়াও এ বিষয়ে জানতে চাইলে সেই সময় কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা ফেঞ্চী জানান, রানী বেগম আমাদের সেই সময় কমিটিতে ছিলেন।তার ছেলে অস্বীকার করাটা ঠিক নয়। তার মাকে আমরা এবারের কমিটি হওয়ার আগেও আমন্ত্রণ জানিয়ে ছিলাম।