মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান

আপডেট: September 29, 2023 |
inbound6884233827786072669
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল।

এ সময় তাকে নেতাকর্মীরা মঞ্চ থেকে নামিয়ে পাশের বাইশরশি স্পিনিং মিলের বিশ্রাম কক্ষে নেন, পরে সেখানে তার প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জেলার সদরপুরের আটরশি বাইশরশি স্পিনিং মিলের মাঠে স্থাপিত সম্মেলন মঞ্চে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর উপস্থিত কর্মী সমর্থক ও উপস্থিত সাধারণ মানুষক কান্নায় ভেঙে পড়েন।

ফরিদপুরের টানা তিন দিন চলছে প্রচন্ড তাপদাহ। দিনে এবং রাতে একটু আধটু ছিটেফোঁটা বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে জনজীবনে প্রচন্ড ক্লান্ত।

এই অবস্হার মধ্যে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রতি বছরের মত পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং পবিত্র ঈদে মিলাদুননবী উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়।

জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার জানান, একজন চিকিৎসক মোস্তফা ফয়সালের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছেন।

অবস্থা বিবেচনা করে তাকে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।

সংশ্লিষ্টরা জানান, জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদরপুরের বাইশরশি স্পিনিং মিলের মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান ও একমাত্র বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল।

দুপুর ১২টার দিকে তিনি স্পিনিং মিল থেকে একটি গাড়িযোগে পাশের মাঠের মঞ্চে আগমন করার পর জাতীয় সংগীত ও ধর্মীয় নাথ পরিবেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে আমির হোসেন বক্তব্য শুরু করেন। প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেওয়ার পর মোস্তফা আমির ফয়সাল বক্তব্য দেওয়ার মাঝেই অসুস্থ হয়ে পড়েন।

এ সময় আশেপাশের নেতাকর্মীরা তাকে ধরে পাশের সোফা এনে বসিয়ে বাতাস করতে থাকেন। তবে দু’এক মিনিটের মধ্যে তার অবস্থার আরও অবনতি হলে তিনি জ্ঞান হারান।

এ সময় তাকে পাঁজাকোলা করে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে স্পিনিং মিলের বিশ্রাম কক্ষে নিয়ে যাওয়া হয়।

এই রিপোর্টে লেখা পর্যন্ত মোস্তফা আমীর ফয়সালের স্বাস্থ্যের অবনতির কোন খবর জানাযায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর