মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

আপডেট: September 30, 2023 |
inbound364188177933310697
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭ তম জন্ম বার্ষিকী পালিত।

এ উপলক্ষে কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। জাতীর জনকের জেষ্ঠ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী ২৮ সেপ্টেম্বর।

ওই দিন মুসলিম উম্মাহর মহা নবী হযরত মোহাম্মদ (সঃ) এর জন্মদিন থাকায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ ২৯ সেপ্টেম্বর সারা দেশের ন্যায় মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যাগে দলীয় কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম ও এ্যাড. তাজিনুর রহমান পলাশ প্রমূখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত শেষে কেক কেটে উৎসব মূখর পরিবেশে দিবসটি পালন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর