শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ৬৯তম জন্মদিন পালিত

আপডেট: October 1, 2023 |
inbound4257340779425220034
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ৭০ দশকে বাংলা সাহিত্যে যে ক’জন কবি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছিলেন তাদের একজন নাজমুল হক নজীর।

১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন।

নাজমুল হক নজীর এর ৬৯ তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রিয় অঙ্গন যেখানে তিনি শায়িত আছেন সেই ঝর্ণাধারাতে কবিকে স্মরণ করতে আজ ৩০ সেপ্টেম্বর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন
অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিকের সহধর্মিণী মিনারা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন- “কবি নজীর প্রকৃতিপ্রেমী কবি ছিলেন,প্রকৃতিতে আমরা যা দেখি তা সত্য তেমনি কবি নজীর প্রকৃতির মতো সত্যকে ধারণ করে তাঁর কবিতা চর্চা করেছেন।”

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন কিশোরমুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেন।

কবির জীবনী থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা পরিচয়ে তিনি কখনো কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নেননি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবরণের পর তিনি নিজেকে আর মুক্তিযোদ্ধা পরিচয় দেননি।

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেন- “কবি নাজমুল হক নজীর সত্যনিষ্ঠ ও প্রতিবাদী কবি ছিলেন, অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ করেন নাই”।

“দেবদূত হোক সব লোকালয়
ঈদের খবর প্রতিদিন,
দেহে প্রাণে অনন্ত সৌরভ
সবুজ শ্যামল রঙিন।
করুণা চেয়ে কামনা থাক
হতাশার চেয়ে পথচলা ”

“স্বপ্নজট”কবিতায় আশাবাদী কথা যিনি বলেছেন তিনি শ্লোগানের কবি নাজমুল হক নজীর। নাজমুল হক নজীর বাংলা সাহিত্যের অন্যতম কবি।

বলা চলে কবিতার জন্য তিনি একজীবন ব্যয় করেছেন। তার কবিতায় মধ্যবিত্তের জীবনচিত্র আর সমাজচিত্র শিল্পদৃষ্টিতে দারুণভাবে পরিস্ফুটিত হয়েছে। কবিতায় মিথ ব্যবহারের ক্ষেত্রে তিনি পারঙ্গমতা দেখিয়েছেন।

কবি নজীর একাডেমির উদ্যোগে কবি হাসান ফিরোজের সভাপতিত্বে কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবিপুত্র শহীদুল্লাহ্ নজীর মাসুদ।

Share Now

এই বিভাগের আরও খবর