টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট: October 6, 2023 |
inbound3439270677444432862
print news

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ভারতের মাটিতে পর্দা উঠেছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান ডাচ দলপতি স্কট এর্ডওয়ার্ডস।

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নামার আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতীয় সমর্থকদের পাশে চেয়েছেন। আর এডওয়ার্ডস স্বপ্ন দেখছেন, কঠিন পথ পাড়ি দিয়ে সেমিফাইনাল খেলবে তার দল।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, তেজা নিদামানুরু, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ফন ভিক, সাকিব জুলফিকার, রুলফ ফন ডার মারওয়ে, পল ফন মেকিরেন, আরিয়ান দত্ত।

Share Now

এই বিভাগের আরও খবর