নাটোরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

আপডেট: October 6, 2023 |
inbound294542261249088187
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: শিশু র্ধষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুসকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

নাটোরের বাগাতিপাড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আঃ কুদ্দুসকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আঃ কৃদ্দুস জেলার বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর এলাকার সাহেব আলাীর ছেলে।

শুক্রবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার।

প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ২০০৬ সালের ২০ জুন বাগাতিপাড়া উপজেলার আট বছর বয়সী এক শিশুকে বাদাম খাওয়ানোর লোভ দেখিয়ে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ ও হত্যা করে পালিয়ে যায় আঃ কুদ্দুস।

এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আসামী আঃ কুদ্দুস (৩৯)কে উক্ত মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আঃ কুদ্দুস।

Share Now

এই বিভাগের আরও খবর