আক্কেলপুরে সংসদ নির্বাচনকে সামনে রেখে আ.লীগের মতবিনিময় সভা

আপডেট: October 8, 2023 |
inbound8593019783810364905
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে দেশরত্ন শেখ হাসিনা’র “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী প্রমানিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুজ্জামান মুন, বন ও পরিবেশ সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোটের জোয়ার তুলতে তৃণমূল নেতাকর্মীদেরকে শেখ হাসিনা সরকার কর্তৃক, দেশের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরার জন্য বক্তারা আহ্বান জানান।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল (জয়পুরহাট-২) আসনে যাকে নৌকা প্রতীক দিয়ে পাঠাবেন আমরা তার হয়ে কাজ করব।

Share Now

এই বিভাগের আরও খবর